ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

নেটিজেনদের কাছে জনপ্রিয়তার শীর্ষে সংগীতশিল্পী ফাহমিদ

প্রকাশিত: ২০:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২০

নেটিজেনদের কাছে জনপ্রিয়তার শীর্ষে সংগীতশিল্পী ফাহমিদ

আইটি ডট কম প্রতিবেদক ফাহমিদ তৌসিফ, দেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের প্রতি এবং গানের প্রতি ভালবাসা ও টান ছড়িয়ে গেছে হাজার মেইল দূরে তার অন্যতম প্রমাণ ফাহমিদ তৌসিফ। দেশের বাইরে বসেও চালিয়ে যাচ্ছেন সঙ্গীত চর্চা। এই অনন্য গায়ক তার গ্রাজুয়েশন শেষ করেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে। ক্যারিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হলেও পাশাপাশি নিয়মিত গানের চর্চা এবং একের পর এক নতুন গান মুক্তির মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে চলছেন ফাহমিদ। বিশ্ববিদ্যালয় জীবনেই গানের চর্চা শুরু হয় ফাহমিদের। ২০১৩ সালে রিলিজ পায় তার প্রথম একক গান ‘শেষ বারের মতো।’ নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা এবং বিশ্ববিদ্যালয়ের হল জীবনের আনন্দের সময়গুলো নিয়েই মূলত রচিত গানটি। গানটির ইউটিউবে ভিউ কাউন্ট প্রায় ৬০ হাজার ছাড়ায়। গ্রাজুয়েশন শেষে ফাহমিদ চাকরি শুরু করে দেশের সুপরিচিত কনসালটেন্সি ফার্ম Snowy Mountain Engineering Corporation (SMEC Pty Ltd) -এ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। সেখানে তিনি এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পরিবহন অবকাঠামোর মতো বৃহৎ একটি প্রজেক্টে। এ ছাড়াও তিনি কাজ করেছেন Sticting Bangladesh Accord Foundation-এর ইঞ্জিনিয়ার কো-অর্ডিনেটর হিসেবে। ২০১৬ সালে তিনি স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশে আমেরিকায় পাড়ি জমান। সেখানে ২০১৮ সালে তিনি University ofIdaho থেকে পরিবহন ব্যবস্থার অবকাঠামোর ওপর মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ক্যান্সাসে পিএইচডি করছেন। দেশের বাইরে যাওয়ার আগে ২০১৫ সালে একটি এ্যালবামে ফাহিম মিউজিক এবং এমই লেভেলের মাধ্যমে ফাহমিদের ‘আমার পৃথিবী’ ও ‘তুমি এসোনা’ নামে দুটি সিঙ্গেল ট্র্যাক রিলিজ হয় যা পরবর্তীতে ব্যাপক সারা পায়। এরপর প্রায় পাঁচ বছর নতুন কোন গান মুক্তি পায়নি ফাহমিদের। প্রায় ৫ বছর পর ২০২০ সালে মুক্তি পায় ফাহমিদের মিউজিক ভিডিও শেষ দেখা। গানটির ভোকাল এবং কম্পোজিশনে ছিলেন ফাহমিদ তৌসিফ। লেসার ভিশন লেভেলের প্রযোজনায় গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন সাজিদ সরকার। ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া গানটিও ব্যাপক সমাদৃত হয় এবং গানপ্রেমীদের মনে অনন্য এক জায়গা করে নেয়। বিদেশে বসে দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করে যাওয়া সম্পর্কে ফাহমিদ বলেন, ‘ক্যারিয়ারের জন্য দেশ ছাড়লেও দেশ দেশের মানুষ এবং বাংলা ভাষার গানের প্রতি একটা ভালবাসা সেই অনেক আগে থেকেই রয়ে গিয়েছে। দেশে না থাকায় গানগুলো মুক্তিতে একটু সমস্যায় পড়তে হয় সেটা সত্যি কথা। কারণ অনেক সময়ই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, ভিডিওর জন্য কস্টিউম এজেন্সি এদের সঙ্গে বিরতিহীন যোগাযোগ রাখতে সমস্যা হয়ে পড়ে। তবে গানের প্রতি ভালবাসাটা এতই প্রখর যে এসব বাধা কিছুই মনে হয় না।’
×