ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আইপিএলের প্রথম ম্যাচ

শ্বাসরুদ্ধকর খেলায় জিতল চেন্নাই

প্রকাশিত: ০০:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২০

শ্বাসরুদ্ধকর খেলায় জিতল চেন্নাই

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে দারুণ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আবুধাবিতে প্রতিযোগিতার প্রথম ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সকে। জবাবে খেলতে নেমে শুরুটা ভাল না হলেও দুই মারকুটে ব্যাটসম্যান আম্বাতি রাইডু ও ডু প্লেসিসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। রাইডু করেন ৭১ রান। আর প্লেসিসের ব্যাট থেকে আসে হার না মানা ৫৮ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়েই জয় তুলে নেয় চেন্নাই। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৮ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৪৬ রান। তবে দারুণ এই শুরুভেস্তে যায় মুম্বাই টানা দুই ওভারে রোহিত (১০ বলে ১২) আর ডি কককে (২০ বলে ৩৩) হারালে। অবশ্য তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে (১৬ বলে ১৭) নিয়ে সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন সৌরভ তিওয়ারি। একটা সময় ৩ উইকেটে ১২১ রান ছিল মুম্বাইয়ের। কিন্তু ১৫তম ওভারে এসে ফের জোড়া ধাক্কা। এক ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার দুই ব্যাটসম্যান। এই স্পিনারের ঘূর্ণিতে ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪২ রান করে সৌরভ ফেরেন ডু প্লেসিসের ক্যাচ হয়ে। তিন বল পর আউট হন বড় ২ ছক্কা হাঁকিয়ে ১০ বলে ১৪ রান করা হার্দিক পান্ডিয়াও। এরপর বল হাতে চমক দেখিয়েছেন লুঙ্গি এনগিদি। ক্রুনাল পান্ডিয়ার (৩ বলে ৩) পর মুম্বাই ব্যাটিংয়ের শেষ ভরসা কাইরন পোলার্ডকে (১৪ বলে ১৮) ফিরিয়েছেন প্রোটিয়া এই পেসার। পকেটে পুরেছেন জেমস প্যাটিনসকেও (৮ বলে ১১)। শেষে ধুঁকতে থাকা মুম্বাই এরপর আর বেশি দূর আগাতে পারেনি। ৯ উইকেটে ১৬২ রান তুলেই থামতে হয়েছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের। স্কোর : মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১৬২/৯ (সৌরভ ৪২, ডি কক ৩৩, পোলার্ড ১৮; লুঙ্গি ৩/৩৮, জাদেজা ২/৪২) চেন্নাই সুপার কিংস : ১৯. ২ ওভারে ১৬৬/৫ (রাইডু ৭১, ডু প্লেসিস ৫৮*; প্যাটিসন ১/২৭, বোল্ট ১/১৫) ফল : ৫ উইকেটে জয়ী চেন্নাই
×