ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০১:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২০

বিসিএস কর্নার

বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১. ফর্মিক এ্যাসিড অন্য কি নামেও পরিচিত ক. আকলিক এ্যাসিড খ. ফলিক এ্যাসিড গ. মিথানোয়িক এ্যাসিড ঘ. নাইট্রিক এ্যাসিড ২. চিলি সল্ট পিটারের রাসায়নক নাম কি ক. সোডিয়াম নাইট্রেট খ. বেরিয়াম ক্লোরোইড গ. পটাসিয়াম নাইট্রেট ঘ. ফসফরাস ক্লোরাইড ৩. নিচের কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয় ক. সোডিয়াম হাইড্রোক্সাইড খ. সোডিয়াম সালফেট গ. সোডিয়াম বাইকার্বোনেট ঘ. সোডিয়াম ক্লোরেট ৪. এ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরির কাজে ব্যবহৃত হয় ক. জার্মান সিলভার খ. গান মেটাল গ. এ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ঘ. ডুরালুমিন ৫. সমান আয়তনের কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন রাসায়নক প্রক্রিয়ায় মেশালে কি উৎপন্ন হয় ক. কার্বলিক এ্যাসিড খ. সোডি বাইকার্ব গ. কার্বন ব্ল্যাক ঘ. ওয়াটার গ্যাস ৬. নিচের কোনটির কারণে লোহাতে মরিচা ধরে ক. অক্সিজেনের সংযুক্তিকরণ খ. অক্সিজেনের বিযুক্তিকরণ গ. হাইড্রোজেনের সংযুক্তিকরণ ঘ. হাইড্রোজেনের বিযুক্তিকরণ ৭. সাবান প্রস্তুতিতে তেল ও চর্বির বিয়োজন ঘটে নিচের কোনটির সঙ্গে ক. কস্টিক সোডা খ. সোডিয়াম নাইট্রেট গ. ক্যালসিয়াম কার্বোনেট ঘ. পটাসিয়াম অক্সাইড ৮. এ্যাটমিক থিয়োরির জনক কে ক. মেডেলিফ খ. মোসলে গ. ভালটন ঘ. কেভেন্ডিম ৯. নিচের কোন যৌগটির সাধারণ নাম ফসজিন ক. ফসফরাস অক্সিক্লোরাইড খ. ফসফিন গ. ফসফরাস ট্রাই ক্লোরাইড ঘ. কার্বোনিল ক্লোরাইড ১০. নিম্ন লিখিতগুলোর কোনটিতে ক্লোরিন নেই ক. ডিডিটি খ. ক্লোরোফিল ১১. জিনিপার নিচের কোন পদার্থের লঘু দ্রবণ ক. ফর্মালডিহাইড খ. ফর্মিক এ্যাসিড গ. ইথানল ঘ. এ্যাসেটক এ্যাসিড ১২. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড খ. বেরিয়াম ক্লোরাইড গ. নাইট্রিক অক্সাইড ঘ. হাইড্রোজেন সালফাইড ১৩. খাবার সোডার রাসায়নিক নাম কি ক. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খ. সোডিয়াম নাইট্রেট গ. সোডিয়াম বাইকার্বোনেট ঘ. সোডিয়াম ক্লোরাইড ১৪. নিচের কোনটির পরমাণুর নিউক্লিয়াসে কোন নিউট্রন নেই ক. সোডিয়াম খ. লিথিয়াম গ. প্রোটিয়াম ঘ. বেরিয়াম ১৫. এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা ক. লিওন খ. আর্গন গ. ক্রিপটন ঘ. হিলিয়াম ১৬. কোন রাসায়নিক পদার্থকে ‘দার্শনিকের উল’ বলে ক. ফসফরাস পেন্টাক্সাইড খ. জিঙ্ক অক্সাইড গ. ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঘ. সিলভার নাইট্রেট ১৭. জলের রাসায়নিক নাম কি? ক. হাইড্রোজেন পারক্সাইড খ. হাইড্রোজেন মনোক্সাইড গ. হাইড্রোজেন ডাইক্সাইড ঘ. হাইড্রোক্সিন আয়ন উত্তর:- ১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ
×