ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে ওয়েব সিরিজ

প্রকাশিত: ১৪:৪২, ১০ সেপ্টেম্বর ২০২০

সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে ওয়েব সিরিজ

অনলাইন ডেস্ক ॥ ওয়েব সিরিজ মানেই গল্প ও নির্মাণে নাটক-সিনেমার চেয়ে আলাদা কিছু। যেখানে রহস্য আর রোমাঞ্চ ছুটবে পাল্লা দিয়ে। যদিও এই দিকটায় এখনও বেশ পিছিয়ে ঢাকাই নির্মাতারা। সেই অভাবের কথা চিন্তা করে মেহেদি হাসিব গতানুগতিকের বাইরে গিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’। রহস্য আর রোমাঞ্চে ভরা সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে তৈরি হলো এই সিরিজের প্রথম সিজন। যা মুক্তি পাচ্ছে ১৩ সেপ্টেম্বর আলোচিত অনলাইন প্ল্যাটফর্ম বিনজ্ অ্যাপ-এ। ৭ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন ‘ন ডরাই’খ্যাত শরীফুল রাজ। আরও আছেন টয়া, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম, তানভীরসহ অনেকেই। নির্মাতা মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও দৃশ্য বিশ্বাসযোগ্য করার জন্য বানাতে হয়েছিলো ৫টি ব্যয়বহুল শুটিং সেট। সিরিজের নির্বাহী প্রযোজক মোশনরক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদুল হাসান জানান, ‘গল্প, কাস্টিং, সেট, আধুনিক ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর- সবকিছুর চমৎকার সমন্বয় হয়েছে এই সিরিজে। আশাকরি দর্শকরা নতুন কিছু দেখতে পাবে এবার।’
×