জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে তার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা আর্ট সেন্টারে ‘হুও ডেভিস’ গ্যালারিতে চলছে চিত্র প্রদর্শনী। বুধবার এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। খবর বাংলানিউজের।
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রদর্শনীটি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতা হিসেবে গড়ে ওঠা, বাঙালীর অধিকার ও মুক্তির সকল আন্দোলনে নেতৃত্ব দান, তৎকালীন বিশ্ব নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ ও সখ্যতা ছাড়াও ব্যক্তি মুজিব ও পারিবারিক জীবনের মুজিবকেও বিভিন্ন দুর্লভ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান এবং ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ২৫টি দেশের মিশন প্রধান। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ফেডারেল কর্মকর্তাসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।