ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা

প্রকাশিত: ০০:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২০

বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা

জনকণ্ঠ ডেস্ক ॥ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার বাস্তব সমাধানের উপায় নিয়ে কাজ করে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের বিশ্বসেরা ৫০ চিন্তাবিদের তালিকার শীর্ষ ১০ জনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় তার অবস্থান তৃতীয়। খবর ওয়েবসাইটের। গত ২ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে ৫০ থেকে শীর্ষ ১০ চিন্তাবিদ নির্বাচন করা হয়। এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের কেরল অঙ্গরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ এই সাময়িকী শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকা তৈরি করে। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে শীর্ষ ১০ জনকে বেছে নেয়া হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। উদার নীতি নিয়ে প্রথম দফায় করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সফল হয়েছেন তিনি। এরপরই তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশী স্থপতি মেরিনা তাবাসসুম। প্রসপেক্ট বলছে, স্থপতি মেরিনা তাবাসসুম জলবায়ু পরিবর্তনের মতো এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সেখানে কীভাবে নিরাপদে থাকা যাবে সেই অনুযায়ী ঘরবাড়ির নক্সা করেছেন তিনি। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করে ঘরবাড়ির নক্সা করেছেন বাংলাদেশী এই স্থপতি। জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেলে তার নক্সাকৃত বাড়ি নিরাপদে সরিয়ে নেয়া যায়। প্রসপেক্ট বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়তুর রউফ নামের একটি মসজিদের নক্সা করেছেন মেরিনা। সুলতানি আমলের স্থাপত্যের আদলে এই মসজিদটির শৈল্পিক নক্সা করে মেরিনা তাবাসসুম ২০১৬ সালে স্থাপত্যের দুনিয়ায় সম্মানজনক আগা খান পুরস্কার লাভ করেন।
×