স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপির বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে আজ শনিবার সকাল ১০ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি সহ ৪৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব সফর আলী ভূইয়া। বক্তব্যে তিনি বলেন, দলীয় ভাবমূর্তি বিনষ্ট ও নরসিংদীকে অস্থিতিশীল করার জন্য একটি মহলের মদদে মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি নজরুল ইসলাম হিরু এমপিসহ ২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তির সাথে সম্পৃক্ত। বিষয়টি নিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করে দল এবং সরকারকে বিব্রত করতে না পারে এবং তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রকৃতপক্ষে নরসিংদীর শত বছরের সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টায় লিপ্ত। আগামী ৭ দিনের মধ্যে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের হীনচক্রান্তকারীদের খুঁজে বের করার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা। তা না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলেও জানান। সম্মেলনে বক্তব্য রাখেন তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মোন্তাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম কাইয়ূম, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, নরসিংদী পৌরসভার কাউন্সিলর রিপন সরকার, নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
তারা বলেন মোহাম্মদ নজরুল ইসলাম (হিরু), বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। দীর্ঘ ৩৫ বৎসর পর নরসিংদী-১ সদর আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দক্ষতা ও সুনামের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দলীয় কর্মকান্ড উল্লেখযোগ্য গতি সঞ্চার করেছেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মহলে তিনি একজন সৎ, সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে স্বীকৃত।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নরসিংদীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন আওয়ামী লীগ কর্মী মোস্তাক আহমেদ। মামলায় নজরুল ইসলাম (হিরু) এমপিসহ ২ জনকে আসামি করা হয়। নরসিংদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাঃ রাকিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ১২ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেন।