ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়তে চান এমবাপ্পে

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ আগস্ট ২০২০

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়তে চান এমবাপ্পে

অনলাইন ডেস্ক ॥ প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলছে প্রথমবার। তাই অন্যরকম অনুভূতি-ই ছুঁয়ে যাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের। কারণটাও তো স্বাভাবিক, ট্রফিকেসে যে ইউরোপ সেরার ট্রফিটি তাদের নেই! তার ওপর ফরাসি কোনও ক্লাবও এই শিরোপা জিততে পারেনি গত ২৭ বছর! তাই এই শিরোপা জিতে ইতিহাসের সঙ্গী হতে চাইছেন পিএসজি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ১৯৯৩ সালে সর্বশেষ অলিম্পিক মার্শেই জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। সেবার ১-০ গোলে তারা হারিয়েছিল এসি মিলানকে। দীর্ঘ ২৭ বছর ধরে এরপর আর কেউ ফরাসিদের আক্ষেপ মেটাতে পারেনি। এবার আতালান্তা, আরবি লিপজিগকে হারিয়েই কাঙ্ক্ষিত সেই শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে। যদিও কাজটা সহজ নয়। ফাইনালে ফরাসি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ। এমন প্রতিপক্ষের সামনে পরীক্ষার মুখোমুখি হয়েও জয়ের স্বপ্নে বিভোর এমবাপ্পে। কারণ, ‘আমি সব সময়ই বলে এসেছি, আমার দেশের হয়ে আমি ইতিহাস গড়তে চাই। এটাই সুযোগ, আমি যখন ২০১৭ সালে ক্লাবটিতে আসি, তখন থেকে অনেকবারই আমাদের হতাশ হতে হয়েছে। আজকে আমরা ফাইনালে, যা এটাই প্রমাণ করে যে, আমরা কখনোই হাল ছেড়ে দেইনি।’ এরই মধ্যে ফরাসিদের হয়ে বিশ্বকাপ জিতে ফেলেছেন এমবাপ্পে। মোনাকোর হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেললেও এর বেশি দূর যেতে পারেননি। এবার পিএসজির হয়ে পরম আরাধ্য শিরোপার জয়ের সামনে থেকে এমবাপ্পে বললেন, ‘আমি এই মিশন নিয়েই এখানে এসেছিলাম। তাই ফরাসি কোনও ক্লাবের হয়ে শিরোপা জিততে পারলে সেটা আমার জন্য দারুণ একটা স্বীকৃতি হবে। জয় পেলে সেটা অবশ্যই অবিশ্বাস্য হবে, কারণ ফরাসি কোনও ক্লাবের জন্য এটা হবে অর্জন।’
×