ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

খুলনার উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবি

প্রকাশিত: ২১:২১, ২৩ আগস্ট ২০২০

খুলনার উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। শনিবার খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি করা হয়। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট, লিডার্স এবং সচেতন সংস্থা যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আমফানে ভেঙ্গে যাওয়া বাঁধ টেকসই করে সংস্কার না করায় নদ-নদীতে পানির চাপ বাড়লেই বিভিন্ন স্থানে বাঁধ ভেঙ্গে যাচ্ছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। জায়গা জমি ও জীবিকা হারিয়ে অসংখ্য মানুষ উদ্বাস্তু হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। সমাবেশে বক্তারা উপকূলের সার্বিক উন্নয়নে হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূলীয় পৃথক বোর্ড গঠনেরও দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সংগঠনের সদস্য সিডিপির খুলনার সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় এতে বক্তৃতা করেন জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শ্যামল সিংহ, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক এ্যাডভোকেট আ ফ ম মহসীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মিজানুর রহমান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাকিলা পারভীন, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সাংবাদিক কৌশিক দে বাপি,ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম প্রমুখ।
×