স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মতবিনিময় সভায় নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলের মানুষদের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি নদী খনন করতে হবে। পাশাপাশি উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করতে হবে। বৃহস্পতিবার সকালে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী সংস্থা লিডার্স আয়োজিত এক মত বিনিময় সভায় সরকারের কাছে এই দাবি তুলে ধরেন আলোচকরা। তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সভায় আলোচনা করেন তালা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার ম-ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। সভায় আলোচকরা বলেন, শুধু সংস্কার করে ৬০ এর দশকে তৈরি করা আয়তনে ছোট হয়ে যাওয়া উপকূলীয় বেড়িবাঁধ কোনভাবেই এই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। দ্রুত জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের নেয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার পাশাপাশি নদী খননের কার্যক্রম জোরদার করতে হবে।