জনকণ্ঠ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাইরে রয়েছেন যেসব বিদেশী বাসিন্দা তাদের ফেরার জন্য এখনও অনুমতির প্রয়োজন হবে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চে আমিরাতে বিদেশীদের প্রবেশ স্থগিত করেছিল দেশটির সরকার। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা বলেছেন, বিদেশীদের ফেরার জন্য এখনও অনুমতির দরকার হবে। খবর ইয়াহু নিউজের।
যারা দেশটির বাসিন্দা নন, কিন্তু সেখানে বসবাস করেন, মার্চ থেকেই ধারাবাহিকভাবে বিশেষ ব্যবস্থায় অথবা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আমিরাতে ফেরার অনুমতি দেয়া হয়। যদিও এখন অনেকেই বিদেশে অবস্থান করছেন।