ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ইতালিতে ফের সংক্রমণ, তিন মাস পর একদিনে শনাক্ত ৬ শতাধিক

প্রকাশিত: ১০:৩৩, ১৬ আগস্ট ২০২০

ইতালিতে ফের সংক্রমণ, তিন মাস পর একদিনে শনাক্ত ৬ শতাধিক

অনলাইন ডেস্ক ॥ ইতালিতে করোনাভাইরাস মহামারির ভয়াবহ প্রকোপ না থাকলেও গত কয়েকদিনে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। শনিবার ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসের মধ্যে এটাই প্রথমবার একদিনে ছয় শতাধিক নতুন রোগী মিলল ইউরোপীয় দেশটিতে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ইতালিতে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত চারজন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬২ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৫৩ হাজার ৪৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩ হাজারেরও বেশি মানুষ। এদিকে, করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করেছে দেশটির সরকার। এছাড়া ক্রোয়েশিয়া, মাল্টা, গ্রিস ও স্পেন থেকে আগত যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে ইতালি। গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে কোনও বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা
×