ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্বরেকর্ড গড়লেন ঝালকাঠির জুবায়ের

প্রকাশিত: ১৭:৫২, ১১ আগস্ট ২০২০

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্বরেকর্ড গড়লেন ঝালকাঠির জুবায়ের

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির সন্তান, ঝালকাঠি পৌরসভার বাসিন্দা কলেজ পড়ুয়া ছাত্র, আশিকুর রহমান জুবায়ের বিশ্ব রেকর্ড করেছ। ফুটবল নিয়ে ফ্রি নেক থ্রো এন্ড ক্যাচেস ক্যাটাগরিতে নতুন বিশ্ব রেকর্ড করে গ্রিনিজ বুক অব ওয়াল্ডে স্বীকৃতি পেয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জোহর আলী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা ক্রীড়া সংস্থ্যার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহআলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডা. খান সাইফুল্লাহ পনির। সহ-সভাপতি তরুণ কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু ও মহিলা ক্রীড়া সংস্থ্যার সম্পাদিকা ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিশ্ব রেকর্ডধারী আশিকুর রহমান জুবায়ের ও তাঁর পিতা জালাল আহম্মেদ । এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে জুবায়ের কে ফুলেল শুভেচ্ছার পাশাপশি সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান কর হয়। জুবায়ের এই ক্যাটাগরিতে পূর্বে ৬৩ বারের রেকর্ড ভেঙ্গে ৬৭বার নিক থ্রো করে রেকর্ড অর্জন করেছে।
×