ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আব্দুর রশিদ সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা

৭ম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০০:১৮, ১০ আগস্ট ২০২০

৭ম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৪র্থ অধ্যায়ঃ ওয়ার্ড প্রসেসিং ১৬। তরুণ সমাজের কাছে সফটওয়্যার জনপ্রিয় হওয়ার মূলে ছিল- (ক) ফোনেটিক বাংলা টাইপিং (খ) সহজ ব্যবহার (গ) আকর্ষণীয় উপস্থাপন (ঘ) ফ্রি ডাউনলোড ১৭। কত সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে? (ক) ১৯৯৮ (খ) ১৯৯৯ (গ) ২০০০ (ঘ) ২০০১ ১৮। ডকুমেন্ট সংরক্ষণের সময় কিসের ভিত্তিতে নামকরণ করা হয়? (ক) কাজের ধরন (খ) আয়তন (গ) ডকুমেন্ট ভিত্তিতে (ঘ) ইচ্ছামাফিক ১৯। লাইনের শুরুতে কার্সর নিতে হরে কোন কি চাপতে হবে- (ক) End (খ) Shift (গ) Home (ঘ) Tab ২০। কি-বোর্ডের সাহায্যে লেখার আকার ১ পয়েন্ট ছোট করতে নিচের কোন কি চাপতে হয়? (ক) CTRL HOME (খ) CTRL] (গ) CTRL[ (ঘ) LESS ২১। ডকুমেন্ট ফরমেট করা হয় কেন? (ক) সুন্দর দেখানোর জন্য (খ) সংরক্ষণ করার জন্য (গ) অনুলিপি তৈরি করার জন্য (ঘ) মেইল করার জন্য ২২। ডকুমেন্ট মুদ্রনের জন্য প্রয়োজন- (i) কম্পিউটারের সঙ্গে সংযুক্ত একটি প্রিন্টার (ii) প্রিন্টের জন্য দরকারি সফটওয়্যার (iii) ছবি সংয্ক্তু করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ২৩। মাইক্রোসফট ওয়ার্ডের কোন কমান্ড দিয়ে পুরো ডকুমেন্টের বানান সহজে সংশোধন করা যায়? (ক) ফাইন্ড এন্ড রিপ্লেস (খ) কাট ও কপি (গ) কপি ও পেস্ট (ঘ) পেস্ট ও কাট ২৪। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কত ধরনের করা যায়? (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ ২৫। ওয়ার্ড প্রসেসিংয়ের প্যারাগ্রাফের উদ্দেশ্য কী? (ক) ফন্ট কি-তে চাপ দিয়ে লাইন শুরু করা (খ) এন্টার কি-তে চাপ দিয়ে লাইন শুরু করা (গ) এন্টার কি-তে চাপ দিয়ে লাইন শেষ করা (ঘ) ফন্ট কি-তে চাপ দিয়ে লাইন শেষ করা ২৬। যে প্রকিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুলভ্রান্তিগুলো ঠিক করা হয় তাকে কি বলে? (ক) নির্বাচন (খ) সংরক্ষণ (গ) সম্পাদনা (ঘ) সীমাবদ্ধ ২৭। কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে প্রিন্টারের জন্য কী প্রয়োহন হয়? (ক) হার্ডওয়্যার (খ) সফটওয়্যার (গ) ঈট (ঘ) পেনড্রাইভ ২৮। ২০০৭ সালে প্রবর্তিত হয় কোনর সফটওয়্যার? (ক) অভ্র (খ) বিজয় (গ) লেখনী (ঘ) সুতন্নি ২৯। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার নয়? (ক) প্রশিকা শব্দ (খ) প্রবর্তনা (গ) লেখনী (ঘ) আমরণ ৩০। ফোনেটিক বাংলা কী বোর্ড কোনটি? (ক) লেখনী (খ) আদর্শলিপি (গ) অভ্র (ঘ) বিজয় উত্তর ॥ ১৬.ক ১৭.গ ১৮. ক ১৯. গ ২০.গ ২১.ক ২২. ক ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.গ।
×