ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সবচেয়ে মারাত্মক জরুরি পরিস্থিতি করোনা ॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ১০:৩৩, ২৮ জুলাই ২০২০

সবচেয়ে মারাত্মক জরুরি পরিস্থিতি করোনা ॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক ॥ জনস্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে করোনা ভাইরাসকে সবচেয়ে মারাত্নক বলে আখ্যা দেয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস এমন আখ্যা দেন। সংবাদ সম্মেলনে টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, আমি যখন গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক উদ্বেগের কারণে জনস্বাস্থ্য নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করি তখন একশ'র কম করোনা রোগী ছিলো এবং কোনো মৃত্যু ছিল না। এটা আমাদের বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে,। আমাদেরকে আরো দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হবে। করোনা সংক্রমণের আগে ইবোলা সংক্রমণ নিয়ে দুইবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু নিয়ে একবার করে মোট পাঁচবার বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৪১২ জন। মারা গেছেন ৬ লাখ ৫৬ হাজার ৮১ জন।
×