কম্পিউটার ইঞ্জিনিয়ার ও
প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট।
মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ : তোমরা নিশ্চয়ই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিধায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
(পূর্ববর্তী প্রকাশের পর)
২১. সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো—
র. দূরে ডেটা পাঠানো যায়
রর. খরচ কম
ররর. তাড়াতাড়ি ডেটা পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর
২২. নিচের কোন দু’টি কোএক্সিয়াল ক্যাবল?
ক. ঞৎরহহবঞৎরপশবঃ
খ. ঢ়ধরৎ ঈধনষবঈড় ধীরধষ ঈধনষব
গ. ওহংঁষধঃরহঝঁষধঃরড়হ
ঘ. ঝঞচটঞচ
২৩. ব্রডব্যান্ডের গতি হলো-
র. ১ মেগাবাইট/সেকেন্ড
রর. সনঢ়ং এর চেয়ে কম
ররর. সনঢ়ং এর চেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর ও রর
গ. র ও ররর
ঘ. র, রর ও
২৪.কোনটি আলোকে সিগনাল সঞ্চালনের প্রধান কাজটি করে?
ক. কোর
খ. মেটালিক কয়েল
গ. ক্লেডিং
ঘ. বাফার
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
শাহীন তার কম্পিউটার ল্যাবে. ২০টি কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করলেন। কিন্তু ল্যাবের একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে গেল।
২৫.শাহীন তার কম্পিউটার ল্যাবে কোন টপোলজি ব্যবহার করেছিল?
ক. রিং
খ. মেশ
গ. বাস
ঘ. স্টার
২৬.শাহীনের ব্যবহৃত টপোলজির চেয়ে উপযোগী টপোলজি হচ্ছে
র. স্টার
রর. বাস
ররর. মেশ
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. র ও রর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৭. হাফডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে ?
ক. রেডিও
খ. মোবাইল ফোন
গ. ল্যান্ড ফোন
ঘ. ওয়াকিটকি
২৮. ন্যারোব্যান্ড কোথায় ব্যবহৃত হয় ?
ক. অপটিক্যাল ফাইবার
খ. টেলিগ্রাফি
গ. কার্ড রিডার
ঘ. ভিডিও শেয়ার
২৯.যে কোন ১টি প্রান্ত উধঃধ ঝবহফ ও ৎবপবরাব করতে পারে কোনটিতে?
র. ঝরসঢ়ষবী
রর. ঐধষভ উঁঢ়ষবী
ররর. ঋঁষষ ফঁঢ়ষবী
কোনটি সঠিক?
ক. র
খ. রর ও ররর
গ. ররর
ঘ. রর
৩০.ঈড়ধীরধষ ঈধনষব এর ব্যবহার হয় কোথায় বর্তমানে?
ক. ওহঃবৎহবঃ এ
খ. উরংয তথা ঞঠ ষরহব নৎড়ধফ পধংঃরহম এ
গ. ঞবষবঢ়যড়হব ংুংঃবস এ
ঘ. ঊষবপঃৎরপরঃু ঃৎধহংসরংংরড়হ এ
উত্তরপত্র:-
২১- ঘ , ২২- ক, ২৩- গ, ২৪-ক, ২৫- ক , ২৬- ঘ, ২৭- ঘ, ২৮- খ, ২৯- ক, ৩০- খ।