জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা সংক্রমণ বাড়ায় ইতালির কেন্দ্রীয় অঞ্চল লাজিওর বাংলাদেশী অভিবাসীদের ঢালাও পরীক্ষা করানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইতালির রাজধানী রোমও এই অঞ্চলের অন্তর্ভুক্ত, প্রাচীন এই শহর লাজিও অঞ্চলেরও রাজধানী। খবর বিডিনিউজের।
ফেব্রুয়ারির শেষ দিকে ইতালিতে কোভিড-১৯ প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে লাজিও অঞ্চলে এ যাবত আট হাজার ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যা সবচেয়ে বেশি আক্রান্ত লোমবারডিসহ উত্তরাঞ্চলীয় অন্যান্য এলাকার চেয়ে অনেক কম। গত কয়েক দিনে নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জন বাংলাদেশী রয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি মাত্রই দেশ থেকে ফিরেছেন। লাজিও’র স্বাস্থ্য বিভাগের প্রধান আলেসিও ডি আমাতো বলেছেন, আগামী সোমবার থেকে শুধু বাংলাদেশী অভিবাসীদের জন্য একটি পরীক্ষা কেন্দ্র চালু করা হবে। প্রবাসী বাংলাদেশীদের বড় সংখ্যায় সেখানে গিয়ে পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরীক্ষার জন্য কোন অর্থ দেয়া লাগবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএসটিএটি-এর তথ্য মতে, ইউরোপের দেশটিতে বসবাসকারী এক লাখ ৪০ হাজার বাংলাদেশীর মধ্যে লাজিও অঞ্চলে থাকেন ৩৭ হাজারের মতো। তাদের মধ্যে প্রায় ৩২ হাজারই থাকেন রাজধানী রোমে। এক বিবৃতিতে লাজিও’র স্বাস্থ্য বিভাগের প্রধান বলেন, ‘বাংলাদেশ থেকে যারা ফিরবেন তাদের জন্য কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। আমরা এয়ারপোর্ট কোম্পানি ও চিকিৎসকদের নিয়ন্ত্রণ জোরদার করতে বলেছি।’