ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ) আব্দুর রশিদ

মাধ্যমিকের পড়াশোনা

প্রকাশিত: ০১:৩৩, ২৫ জুন ২০২০

মাধ্যমিকের পড়াশোনা

সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১. একুশ শতকের সম্পদ কী? ক. টাকা খ. কৃষি গ. ডলার ঘ. জ্ঞান ২. একুশ শতকের পৃথিবীটা কোন অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে? ক. মিশ্র অর্থনীতি খ. জ্ঞানভিত্তিক অর্থনীতির গ. পুঁজিবাদী অর্থনীতি ঘ.ব্যষ্টিক অর্থনীতি ৩. একুশ শতকে এসে আমরা কোন দুটি বিষয় করতে শুরু করেছি? ক. এষড়নধষরুধঃরড়হ ধহফ ওহঃবৎপড়হহবপঃরড়হ খ. এষড়নধষরুধঃরড়হ ধহফ ঘধঃরড়হধষরুধঃরড়হ গ. এষড়নধষরুধঃরড়হ ধহফ ওহঃবৎহধঃরড়হধষরুধঃড়হ ঘ. ডধৎ ধহফ চৎবধপব ৪. বর্তমানে এষড়নধষরুধঃরড়হ বিষয়টি ত্বরান্বিত হওয়ার মূল কারণ কোনটি? ক. টাকা-পয়সা খ. তথ্য প্রযুক্তি গ. যোগাযোগ প্রযুক্তি ঘ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? ক. বিশ্বায়ন খ. উষ্ণায়ন গ. বন্যার ঘ. চেকপোস্ট না থাকা ৬. শিল্প বিপ্লব হয় কত শতাব্দীতে? ক. একাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে খ. চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীতে গ. অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে ঘ. বিংশ শতাব্দীতে ৭.কোনটি আবিস্কারের পর থেকে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে এসেছে? ক. পানি খ. মাটি গ. আগুন ঘ.যন্ত্র ৮. আগে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো? ক. টাকা-পয়সা খ. প্রকৃতি গ. মানবসৃষ্ট পরিবেশ ঘ.পানি ৯. শিল্প বিপ্লবের পর মানুষ কিসের ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীত নিয়ন্ত্রণ করত? ক. টাকা খ. যন্ত্র গ. অস্ত্র ঘ.সম্মান ১০. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি? ক. সৃজনশীলতা খ. বিশ্লেষণী চিন্তন দক্ষতা গ. সুনাগরিকত্ব ঘ. তথ্যপ্রযুক্তিতে পারদর্শিত সঠিক উত্তর ঃ ১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ঘ।
×