ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

একাদশ অধ্যায় প্রস্তুতি-৩, বহুনির্বাচনী-৩০ সুধীর বরণ মাঝি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০১:৪৩, ২৪ জুন ২০২০

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। গারো সম্প্রদায় চন্দ্রকে কী বলে ডাকে ? (ক) সালজং (খ) মেন (গ) সুসিমে (ঘ) গোয়েরা। ২। আচিক খুসক কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? (ক) তিব্বতীয়-বর্মি (খ) ইন্দো-ইউরোপীয় (গ) অস্ট্রো-এশীয় (ঘ) ইন্দো-ইরানীয়। ৩। অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত মানুষদের দৈহিক বৈশিষ্ট্য হলো - (র) দেহের রং কালো (রর) উচ্চতা মাঝারি ধরনের (ররর) চুল ঈষৎ ঢেউ খেলানো। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৪ এবং ৫নং প্রশ্নের উত্তর দাও ঃ পলাশ কক্সবাজারে বেড়াতে গিয়ে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বালকের সাথে পরিচয় হয়। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রক্ষণশীল জাতি এবং তারা নদীর পাড়ে ও সমভূমিতে বসবাস করে। ৪। উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে? (ক) চাকমা (খ) মারমা (গ) রাখাইন (ঘ) ত্রিপুরা। ৫। উক্ত গোষ্ঠীর সামাজিক জীবন- (র) পিতৃসূত্রীয় (রর) পিতাই পরিবারের প্রধান (ররর) পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের গুরুত্ব বেশি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৬। সাঁওতাল সমাজের মূল ভিত্তি কোনটি? (ক) পরিবার (খ) গোত্র (গ) গ্রাম-পঞ্চায়েত (ঘ) মৌজা। ৭। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে করা মাটির ঘরে বসবাস করে? (ক) সাঁওতালরা (খ) চাকমারা (গ) মারমারা (ঘ) রাখাইনরা। ৮। সালজং,সুসিমে,গোয়েরা প্রভৃতি দেব-দেবীর পূজা করত কারা? (ক) চাকমরা (খ) মারমারা (গ) বমরা (ঘ) গারোরা। ৯। বাংলাদেশের গারোরা কীভাবে জীবিকা নির্বাহ করে ? (ক) কৃষিকাজ করে (খ) মৎস্যচাষ করে (গ) কাঠ বিক্রি করে (ঘ) ব্যবসা-বানিজ্য করে। ১০। সাঁওতালরা ’কানু ও সিধুকে বীর হিসেবে ভক্তি করে এর কারণ হলো- (র) সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন (রর) সাঁওতালদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছিলেন (ররর) অতি দানশীল ছিলেন। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ১১। মারমাদের’পানিখেলা’ উৎসবে মেতে ওঠার পেছনে যথার্থ কারণ কোনটি ? (ক) সান্দ্রে উৎসব উদযাপন (খ) সাংগ্রাই উৎসব উদযাপন (গ) বসন্ত উৎসব উদযাপন (ঘ) বৈশাখী পূর্ণিমা উৎযাপন। ১২। মাঘী পূর্ণিমায় চাকমাদের ফানুস ওনুস ওড়ানোর কারণ হলো- (র) গৌতম বুদ্ধের প্রতি সম্মান দেখানো (রর) ধর্মীয় রীতির অংশ (ররর) আত্মাকে মুক্তি প্রদান। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৩। চাকমাদের অর্থনৈতিক জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য- (র) কৃষির উপর নির্ভরশীলতা (রর) ব্যবসা-বানিজ্যের প্রসার (ররর) জুম পদ্ধতির চাষাবাদ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। চাকমাদের প্রিয় খেলা? (ক) ক্রিকেট (খ) ফুটবল (গ) তাস (ঘ) ঘিলাখারা। ১৫। চাকমারা বাঁশ ও বেত দিয়ে কোনটি তৈরি করে? (ক) বাদ্যযন্ত্র (খ) পিনোন (গ) হাদি (ঘ) বাঁশ কোড়ল। ১৬। অমল বান্দরবন বেড়াতে গিয়েছিল। সে ইচ্ছে করলেই যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের দেখতে পারত তা হলো- (র) চাকমা (রর) মারমা (ররর) বম। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। উত্তর ঃ ১(গ), ২(ক), ৩(ঘ), ৪(গ), ৫(ক), ৬(গ), ৭(ক), ৮(ঘ), ৯(ক), ১০(খ), ১১(খ), ১২(ক), ১৩(গ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ঘ)।
×