ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

পাবনায় ইউপি সচিবের করোনায় মৃত্যু

প্রকাশিত: ১৪:৪৪, ২০ জুন ২০২০

পাবনায় ইউপি সচিবের করোনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা॥ করোনায় আক্রান্ত হয়ে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদ সচিব হাফিজুর রহমান (৪৭) এর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাফিজুর রহমান উপজেলার দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান,করোনা আক্রান্ত হাফিজুর রহমানকে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন শনিবার সকালে জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে জ¦র ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান। শুক্রবার দুপরে তার শ^াস কষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি হলে আইসিইউ’র প্রয়োজনীয়তা দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
×