ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত আবার পরিবর্তন

প্রকাশিত: ০০:৫৩, ১৮ জুন ২০২০

হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত আবার পরিবর্তন

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধন্দ কাটছে না। ১০ দিন আগের সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ব সংস্থাটি আবার করোনাভাইরাসের রোগীদের এই ওষুধটি প্রয়োগে বন্ধ রাখতে বলেছে। বিভিন্ন দেশে ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে কোন সুফল পাওয়া যায়নি উল্লেখ করে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই সিদ্ধান্ত দেয়। খবর বিডিনিউজের। এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার বিশেষজ্ঞ আনা মারিয়া হেনাও-রেসট্রেপো বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করা হয়েছে। এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দিয়েছিল। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছিল।
×