ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নেটফ্লিক্স-আমাজন প্রাইমের বিলে ১৫% ভ্যাট দিতে হবে

প্রকাশিত: ০০:৪০, ১৮ জুন ২০২০

নেটফ্লিক্স-আমাজন প্রাইমের বিলে ১৫% ভ্যাট দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নেটফ্লিক্স-অমাজন কিংবা প্রাইমের মতো জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর বিলের বিপরীতে এখন থেকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দিতে হবে। এ ভ্যাট আগে থেকেই ছিল। তবে তা আদায় হতো না। এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যাংকগুলোকে চিঠি দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। কোন কোন ব্যাংক ইতোমধ্যে ক্রেডিট কার্ড গ্রাহককে চিঠি দিয়ে ভ্যাট আদায়ের বিষয়টি জানিয়েছে। ফলে এখন থেকে গ্রাহককে ভ্যাট দিতেই হবে। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেটফ্লিক্সের সর্বনিম্ন গ্রাহক ফি মাসে ৮ মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় ৬৮০ টাকা (৮৫ টাকা ডলার ধরে)। এর ওপর ভ্যাট দিতে হবে ১০২ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (মূসক) থেকে ১১ জুন বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয়া হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। ওই চিঠিতে বলা হয়, বিদেশ থেকে এ ধরনের একটি সেবার তালিকা তারা করেছে। যেসব সেবার বিপরীতে ভ্যাট কাটা হবে। এর মধ্যে জনপ্রিয় সেবার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হইচই, টিকটক, গুগলমিট, জুম, স্কাইপি, স্ল্যাক ইত্যাদি। মূলত অনলাইনে অর্থ ব্যয় করে এ ধরনের যেকোন সেবার ক্ষেত্রেই ভ্যাট দিতে হবে। এ তালিকায় রয়েছে বিদেশী পত্রিকাও।
×