ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

চার মাদক বিক্রেতা গ্রেফতর ॥ নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: ০০:৪৪, ১৩ জুন ২০২০

চার মাদক বিক্রেতা গ্রেফতর ॥ নগদ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের পৃথক অভিযানে প্রায় আড়াই শ’ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির প্রায় আড়াই লাখ টাকাসহ এক মাদক বিক্রেতা দম্পতি ও ঊনত্রিশ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মোট চার মাদক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার পল্টনের গুলিস্তান থেকে প্রায় আড়াই শ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শমসের আলী (৩৫) ও ঝুমা বেগম (২২) সর্ম্পকে স্বামী-স্ত্রী। তারা বহু বছর ধরেই মাদক বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম ও মাদক বিক্রির প্রায় আড়াই লাখ টাকা পাওয়া যায়। একই সময়ে ধানমন্ডি থেকে প্রাইভেটকারযোগে মাদক পরিবহনের সময় ৭ নম্বর সড়ক থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি থেকে উদ্ধার হয় ২৯ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০) নামের দুই মাদককারবারিকে। তাদের কাছে মাদক বিক্রির নগদ নয় হাজার টাকাও পাওয়া যায়।
×