ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ডিজিটাল আইনে চুনারুঘাটে দুই সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ২০:৫৯, ৯ জুন ২০২০

ডিজিটাল আইনে চুনারুঘাটে দুই সাংবাদিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশ দুই সাংবাদিককে গ্রেফতার করেছে। ৯ জুন দুপুরে এ দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় থানার ওসি শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা সাংবাদিকরা হলেন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও সাংবাদিক আব্দুল জাহির। রাজু উপজেলার বনগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও জাহির হারাজোড়া গ্রামের সায়েদ আলীর ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেন চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। (তদন্ত) ওসি চম্পক দাম জানান, আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার পর তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
×