ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মার্কিন ঘাঁটি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে সন্ত্রাসীদের পলায়ন

প্রকাশিত: ২২:২৮, ১৯ এপ্রিল ২০২০

মার্কিন ঘাঁটি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে সন্ত্রাসীদের পলায়ন

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র এবং গাড়ি নিয়ে পালিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বেশকিছু সদস্য। দেশটির হোমস প্রদেশের আল-তানফ মার্কিন ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পালমিরা শহরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি করা এসব সরঞ্জাম নিয়ে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এক ভিডিও দেখা যায়, উগ্র সন্ত্রাসীরা মার্কিন সেনাদের গাড়ি এবং অস্ত্র নিয়ে সিরিয়ার সেনা নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছে। ভিডিওতে আরও দেখা যায়, মার্কিন ঘাঁটি থেকে ছিনিয়ে নেয়া গাড়িতে আমেরিকার সেনাদের মেশিনগান ও অন্যান্য অস্ত্র বসানো রয়েছে। সিরিয়ায় মোতায়েন একটি পশ্চিমা সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। জানা যায়, চলতি মাসের প্রথম দিকে বেশ কিছু সন্ত্রাসী মার্কিন পক্ষ ছেড়ে সিরিয়ার সামরিক বাহিনীর সাথে যোগ দিয়েছে। পার্স টুডে।
×