ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

যুক্তরাজ্যে বহু ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ০২:৫৩, ১১ এপ্রিল ২০২০

যুক্তরাজ্যে বহু ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ভারতীয় অভিবাসীরাই আক্রান্ত হচ্ছেন। ভারতীয়সহ দক্ষিণ এশিয়দের মধ্যে করোনা সংক্রমণ সর্বাধিক। সম্প্রতি ব্রিটেনের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন ২০০০ করোনা রোগীর ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটেনের গবেষণা প্রতিষ্ঠান ইনটেনসিভ কেয়ার ন্যাশনাল অডিট অ্যান্ড রিসার্চ সেন্টার। এর ব্যাখ্যার প্রতিষ্ঠানটির ওই সমীক্ষায় জানাচ্ছে, ব্রিটেনে হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো অসুখে সবচেয়ে বেশি ভোগেন দক্ষিণ এশিয় তথা ভারতীয়া। তাই করোনায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ইনটেনসিভ কেয়ার ন্যাশনাল অডিট অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের ৩৫ শতাংশই কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু সম্প্রদায়ের। ইউরোপীয় বংশোদ্ভূতরা আক্রান্ত হলেও তারা দ্রুতই সেড়ে উঠছেন। এ বিষয়ে ওই সমীক্ষায় অংশ নেয়া অধ্যাপক কমলেশ কুন্তি জানিয়েছেন, যুক্তরাজ্যে জরুরি পরিষেবার সঙ্গে সংখ্যালঘুরাও জড়িত। পরিসংখ্যান বলছে, দেশটির জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) সঙ্গে যুক্ত প্রতি পাঁচ জনে একজন অভিবাসী। এখানে অনেক ভারতীয় চাকরি করছেন। শুধু তাই নয়, সম্প্রতি করোনায় মারা যাওয়া চিকিৎসক ও নার্সদের মধ্যে অনেকেই অভিবাসী। ফলে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অভিবাসীদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। উল্লেখ্য, ব্রিটেনে করোনার আঁতুড়ঘর হিসাবে লন্ডনকেই ধরা হয়েছে। ভাইরাসটি মূলত লন্ডন থেকেই সারাদেশে ছড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৭৫৮জন। মারা গেছেন ৮ হাজার ৯৫৮ জন। সুস্থ হওয়ার সংখ্যা মাত্র ৩৪৪ জন। অর্থাৎ করোনায় আক্রান্ত হলেই গুরুতর অবস্থায় চলে যাচ্ছেন রোগীরা। সূত্র : আনন্দবাজার।
×