নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। উপজেলার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার সন্ধ্যায় রোয়াইলবাড়ি বাজারের ভাঙারি ব্যবসায়ী সাইফুল মিয়ার দোকান থেকে চালগুলো জব্দ করে। এ সময় সাইফুল মিয়াকেও (৪৫) আটক করা হয়।
জানা গেছে, রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে স্থানীয় ওমমএসের ডিলার আমিনুর রহমান (২৬) সম্প্রতি দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রির জন্য খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। তিনি কিছু চাল কয়েক দিন ধরে বিক্রি করছেন। কিন্তু তা থেকে ৯০ বস্তা চাল পাচারের উদ্দেশ্যে একটি ভাঙ্গারির দোকানে রেখে দেন। প্রতিটি চালের বসায় ৫০ কেজি করে চাল রয়েছে। সে হিসেবে মোট চালের পরিমাণ ৪ চার হাজার ৫০০ কেজি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার পেইম তদন্ত কেন্দ্রে ইনচার্জ খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ রোয়াইলবাড়ি বাজারের ভাঙারি ব্যবসায়ী সাইফুল মিয়ার দোকান থেকে চালগুলো জব্দ করে। এ সময় সাইফুলকে আটক করা হয়। তবে ঘটনার পর আমিনুর রহমান গা ঢাকা দিয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন চালের বস্তাগুলো ওএমসের ডিলার আমিনুর রহমান তার দোকানে রেখে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চালগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’