ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ভোলায় আরো ১৭ জনের নমুনা ঢাকায় প্রেরণ, ৩ জনের রির্পোট নেগেটিভ

প্রকাশিত: ০৯:১৯, ৬ এপ্রিল ২০২০

ভোলায় আরো ১৭ জনের নমুনা ঢাকায় প্রেরণ, ৩ জনের রির্পোট নেগেটিভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় সন্দেহজন করোনা উপসর্গ থাকায় আজ সোমবার আরো ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট ৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো মাত্র ৩ জনের রির্পোট পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘন্টার আরো ৫ জন বিদেশ ফেরত যুবককে নিশ্চিত করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম নিশ্চিত করেন। কন্ট্রোল রুম সূত্র আরো জানান, নতুন ৫ জনসহ ভোলা জেলায় এ পর্যন্ত মোট ৪৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সোমবার পর্যন্ত ৩৪৭ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ উর্ত্তীণ হয়েছে। বর্তমানে ৯২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা জ্বর সর্দি কাশি উপসর্গ থাকায় ৫৪ জনের নমুনা ভোলা স্বাস্থ্য বিভাগ সংগ্রহ করে ঢাকায় পাঠালেও এ পর্যন্ত ৩ জনের নমুনা পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। ওই ৩ জনের রির্পোট নেগেটেভি হয়েছে। ভোলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা রাজাপুর ইউনিয়নের ভর্তি থাকা যুবকের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে।
×