ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

১ হাজার মানুষকে আর্থিক সহযোগিতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রকাশিত: ০৯:২৮, ৩ এপ্রিল ২০২০

১ হাজার মানুষকে আর্থিক সহযোগিতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস রিপোর্টার ॥ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে খেলা বন্ধ থাকায় আর্থিক ¶তির মুখে বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়রা। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মুজিববর্ষের এই সময়টায় সরগরম থাকার কথা ছিল দেশের সবকটি মাঠ। বাংলাদেশের স্থপতির জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ১০০টি খেলা মাঠে গড়ানোর কথা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু বিধি বাম, করোনার চোখ রাঙ্গানিতে হ্যাপিত্যেশ নগরজীবন, বন্ধ দেশের সব ক্রীড়া ইভেন্ট! এর আগে ৩১ মার্চ পর্যন্ত সব ঘরোয়া টুর্নামেন্ট স্থগিতের নির্দেশ দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই স্থগিতাদেশ এখন বেড়েছে অনির্দিষ্টকাল পর্যন্ত। এক ক্রিকেট আর কিছু ফুটবল খেলোয়াড় ছাড়া বড় পারিশ্রমিক পান না অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা। কোন কোন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরতো তো নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ফেডারেশনের কোচ ও খেলা সংশ্লিষ্ট মাঠকর্মীদের অবস্থা আরও করুণ। বিপদের এই দিনে আশার বাণী শোনালো ক্রীড়া মন্ত্রণালয়। পরস্থিতি খারাপের দিকে গেলে প্রধানন্ত্রীর সঙ্গে কথা বলে খেলোয়াড়দের আর্থিক সহায়তার আশ্বাসও দিলেন রাসেল। দুর্দিনে দেশের অস্বচ্ছল ১০০০ ক্রীড়া সংশ্লিষ্ট মানুষকে শিগগিরই আর্থিক সহোযোগিতা দেবে বলেও জানায় মন্ত্রণালয়। দুঃসময় ফুরোবার নয়। লকডাউনের সময় সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। তবে একদিন অন্ধকার কেটে গিয়ে নতুন ভোর হবে। সে পর্যন্ত খেলোয়াড়দের ধৈর্য্য ধরতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনি নিরাপদে থাকুন, তাহলে আমরা সবাই নিরাপদে থাকবো। সবার কাছে অনুরোধ, আপনারা বাসায় থাকুন।
×