![শিল্পী কামাল আহমেদের এ্যালবাম ‘মহাকাব্যের কবি’ শিল্পী কামাল আহমেদের এ্যালবাম ‘মহাকাব্যের কবি’](https://www.dailyjanakantha.com/media/imgAll/files/202003/1584578732_b2.png)
সংস্কৃতি ডেস্ক ॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে কামাল আহমেদের অডিও এ্যালবাম ‘মহাকাব্যের কবি’। লেজারভিশনের ইউটিউব মিউজিক চ্যানেল, লেজারভিশন মিউজিক স্টেশনে অডিও জুকবক্স হিসেবে এই অডিও এ্যালবাম প্রকাশ হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একই সঙ্গে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিবেদিত ১২টি মৌলিক গান নিয়ে সাজানো এই এ্যালবামের গানগুলোর গীতিকার- ফজলুল হক খান।
এ্যালবামের গানগুলো হলো- ‘পনেরই আগস্টের ভোরে গভীর শোকে’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘পনেরই আগস্টের দুঃষহ বেদনায়’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘আমি কারবালা দেখিনি’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘বেদনার নীল কালিতে লেখা’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘পঁচাত্তর মানে পাথর চাপা শোক’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘তোমার সমাধি দেখে মনে হয়’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘উনিশ শ’ বিশ সাল সতেরই মার্চ’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘একাত্তরের রণাঙ্গন কাঁপানো’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘তুমি সাধারণ মানুষের রক্তে লেখা’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ।