ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

মুন্সীগঞ্জে ইউনাইটেড হাসপাতালের ২৫ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসলিউশন সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ০৯:৫৫, ১৭ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে ইউনাইটেড হাসপাতালের ২৫ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসলিউশন সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ দেশের ক্রান্তিলগ্নে ইউনাইটেড গ্রুপের উদ্যোগে ইউনাইটেড হাসপাতালের একটি বর্ধিত অংশ হিসেবে হাসপাতালের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার কোভিড-১৯ বা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ২৫ শয্যা বিশিষ্ট একটি আইসলিউশন (বিচ্ছিন্নকর) ইউনিট উদ্বোধন করেছে। মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজারের পাশে এটির উদ্বোধন করা হয়। ইউনাইটেড হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রহমান খান বিকেলে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদার, ইউএনও মো. কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমার্স ডা. শাগুফতা আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, ইউনাইটেড হাসপাতালের মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ প্রমূখ। ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রহমান খান বলেন, দেশবাসী একটি জটিল সময় পার করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাড়াতে চাই। দেশবাসী এ ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে এখনও বুঝতে পারছেনা। তাই আগে থেকেই আমরা সচেতন হয়ে থাকতে চাই। ইউনাইটেড হাসপাতাল সাধারণত উচ্চ বৃত্তের চিকিৎসা দিয়ে থাকে। ধনী ব্যক্তিরা অনেকে দেশের বাইরেও চিকিৎসা নিয়ে থাকে। কিন্ত এখন সে সুযোগ আর নেই। টাকা থাকলেও আমেরিকা অস্টেলিয়া গিয়ে এ চিকিৎসা নেয়া সম্ভব নয়। ধনী কিংবা গরীর যেই কোভিড-১৯ এ আক্রান্ত হন না কেন, তাকে দেশেই চিকিৎসা নিতে হবে। কারণ দেশের বাইরে যাবার সুযোগ নেই। সারা বিশ্বই এখন এ কোভিড-১৯ ভাইরাসের প্রদুর্ভাতে বিপর্যস্ত। তিনি আরো বলেন, লৌহজংয়ের এ সেন্টারটি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমরাই প্রথম বেসরকারী ভাবে এগিয়ে এসেছি। আইসিইউসহ, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ফ্লেবোটমিস্ট ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে এ আইসলিউশন সেন্টারে। তবে এখানে করোনা ভাইরাস সনাক্তের কোন ব্যবস্থা নেই। একমাত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) হতে সনাক্ত করোনা আক্রান্ত রোগীকে আইসোলিউশন বা কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। তিনি আরো বলেন, এক সময় টিবি (যক্ষা) যেমন মহামারি হয়ে দেখা দেওয়ায় রোগীকে সকলের থেকে দূরে সরিয়ে রাখতে হতো, কোভিড-১৯ সেরকই একটি রোগ। দেশের গরীর লোক এ ভাইরাস সম্পর্কে এখনও গুরুত্ব দিচ্ছেনা। তাদেরকে এটা সম্পর্কে বোঝাতে হবে। সচেতন করতে হবে সকলকে। তবেই আমরা সকলে মিলে এ ভাইরাস হতে মুক্তি পেতে পারবো। আমাদের দেশে এখন সকলকে সচেতনতার সাথে এ ভাইরাসের মোকাবেলা করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে এ অঞ্চলের রোগীদের প্রাধান্য বলতে কোন কথা নেই। আইইডিসিআর সনাক্ত করে যাকে পাঠানে আমরা তাকেই আইশলিউশনে রেখে চিকিৎসা দেবো। এর আগে সকালে ইউনাইটেড হাসপাতালের আরেকটি প্রতিষ্ঠান লৌহজংয়ের শামুরবাড়িতে ইউনুস খান-মাহমুদা খানম হেলথ কমপ্লেক্সে ১শ’ পাউন্ডের কেকে কেটে সর্ব সাধারণের জন্য মুজিব কর্ণার উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করে।
×