স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জের আলোচিত জাকিয়া হত্যা মামলার আসামী ঘাতক মোরশেদায়ান নিশানের ফাঁসি দাবি করেছেন নিহতের ভাই আছিম উদ্দিন মল্লিক। সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে আছিম উদ্দিন জানান, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বেদগ্রাম সিলনা রোডের বাসায় নির্মমভাবে আমার বোন জাকিয়াকে হত্যা করে তার স্বামী মোরশেদায়ান নিশান। এ ঘটনায় আমার বাবা আলহাজ জালালউদ্দিন মল্লিক পরদিন জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানকে (৩৬) প্রধান এবং এহসান সুশানকে (৩৩) দুই নম্বর আসামি করে চার জনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। যৌতুকের দাবিতে আসামিরা এ হত্যাকান্ড সংঘটিত করে বলে মামলার তদন্তে উঠে আসে। ঘটনার পর থেকে আসামিরা কারাগারে ছিলেন। এই মামলায় ইতিপূর্বে জামিন চেয়ে একাধিকবার ব্যর্থ হন নিশান।
সর্বশেষ আশ্রয় নেন জালিয়াতির। তিনি জানান, এই মামলার শুনানির দিন ধার্য ছিল গত ২৬ জানুয়ারি। কিন্তু মিথ্যা মেডিকেল সনদ দিয়ে গত ১৯ জানুয়ারি গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে জামিন পায় নিশান। এরপরই সে আরো বেপরোয় হয়ে ওঠে। গত ২৩ জানুয়ারি নিশান ও তার লোকজন আমার বাবাকে মামলা তুলে নিতে হুমকি দেন। এর একমাস পর গত ২২ ফেব্রুয়ারি আবারো একইভাবে প্রকাশ্যে হুমকি দেয় নিশান। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে।
বর্তমানে পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় নিশান তার সন্ত্রাসী লোকজন নিয়ে আমার বাবা মায়ের ওপর হামলা চালাতে পারে। আছিম উদ্দিন আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি হত্যা মামলার আসামী বারবার জামিনের চেষ্টা করে ব্যর্থ হলেও একটি কুচক্রি মহলের সহায়তায় তাকে জামিন দেয়া হলো।
জামিন আবেদন সে ভুয়া মেডিকেল সনদ দাখিল করেছে। আর মামলার শুনানির নির্ধারিত দিনের আগেই কিভাবে জামিন পায় সে। আমার বোনের ঘাতক মোরশেদায়ান নিশানের জামিন বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আছিম উদ্দিন মল্লিক