অনলাইন ডেস্ক ॥ সিনেমা জগতে যৌন হয়রানির শিকার হয়েছেন অনেক নায়িকা। কিন্তু দীর্ঘ দিন ধরে কেউ এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি।
শেষপর্যন্ত মুখ খুলতে শুরু করেন অভিনেত্রীরা। হলিউড থেকে বলিউড সব জায়গায় চলে প্রতিবাদ। শুরু হয় মিটু আন্দোলন।
এই আন্দোলনে কেটে গেছে প্রায় দুই বছর। এই সময়ে কিছুটা বদল এসেছে বলিউডে। তেমনটিই মনে করছেন এক সময়ের জনপ্রিয় তারকা কাজল।
তিনি বলেন, ‘বলিউডে পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সত্যি বলতে ভাল, মন্দ সব ধরনের পুরুষই কিছু করার আগে এখন সাত পা পিছিয়ে যান।’
তার নতুন শর্টফিল্ম ‘দেবী’র প্রচারে এসে এমনটাই বললেন কাজল। পাশে দাঁড়িয়ে ছিলেন ‘দেবী’র আর এক অভিনেত্রী শ্রুতি হাসান। তিনিও কাজলের সুরেই সুর মেলালেন।
দুই বছর আগে হলিউডে শুরু হয় মিটু আন্দোলন। তার রেশ এসে পড়ে বলিউডে। একের পর এক অভিনেত্রী তাদের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা নিয়ে সরব হন। সূত্র: আনন্দবাজার