ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

চুরির অপবাদে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

প্রকাশিত: ১০:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২০

চুরির অপবাদে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চুরির অপবাদ সইতে না পেরে যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত শিল্পী খাতুন (৪৫) উপজেলার চেচুয়াখোলা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। শিল্পীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শিল্পীকে বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিল্পী খাতুনের ভাই রিপন হোসেন বলেন, কিছুদিন আগে প্রতিবেশী আব্বাসের (সম্পর্কে চাচাতো ভাই) বাড়ি থেকে ১৬ হাজার টাকা চুরি হয়। ওই টাকা শিল্পী চুরি করেছেন এমন দাবি করে আব্বাসের পরিবার। একপর্যায়ে স্থানীয় এক ফকিরের কাছ থেকে বৃহস্পতিবার বিকালে ‘চালপড়া’ এনে শিল্পীসহ আরও কয়েকজনকে খেতে বাধ্য করা হয়। চাল পড়া খাওয়ার কিছু সময় পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিল্পী। শিল্পীর স্বামী আব্দুল মালেক বলেন, আমি মাঠে ছিলাম। বাড়ি এসে দেখি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আব্বাসের পরিবার চাল পড়া খেতে বাধ্য করায় আত্মহত্যা করেছে শিল্পী। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কৌশিক আশরাফ জানিয়েছেন, মৃত শিল্পীকে দেখে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন বালা জানিয়েছেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রিপন হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
×