ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

নওগাঁয়ে গুড়াচালনী মিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ০৪:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁয়ে গুড়াচালনী মিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর কাঠালতলী- রানীনগর সড়কের পিরোজপুর উত্তরপাড়ায় পাশাপাশি ২টি মিলের উড়ন্ত তুস (গুড়া) চরম ভোগান্তির সৃষ্টি করে পথচারিদের। এমন সংবাদ জনকন্ঠসহ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান উড়ন্ত তুসের হিড়িক থামাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাদ ও তাওসিফ গুঁড়া চালনি মিল দুটিকে পাঁচ হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় মালিকপক্ষ মিল দুটি অন্যত্র স্থানান্তর করার জন্য সুযোগ চাওয়ায়, প্রতিষ্ঠান দুটিকে জনসাধারণের দূর্ভোগ এড়াতে চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে সন্ধ্যায় ভোক্তাদের স্বার্থে ইয়াদআলীর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রকি ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীসহ ও নানা খাবার রাখায় ভোক্তা অধিকার আইনে মেসার্স রকি স্টোর হতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
×