নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান মন্ডল নামের এক সশস্ত্র সস্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর মন্ডলপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে। বুধবার বিগবত গভীর রাতে সদরের হেমায়েতপুর ইউনিয়নে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর সুইচগেটের পাশে বাবুলের কলা বাগানের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী বড় ধরনের নাশকতার জন্য অবস্থান করছে এ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই মো. ই মোহায়মেনুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ২টার দিকে পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় পুলিশ সদস্যরা শর্টগান দিয়ে পাল্টা গুলি ছুঁড়ে। খবর পেয়ে পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদ রাতের টহল পুলিশের আর একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অবস্থা বেগতিক বুঝতে পেরে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। গোলাগুলি শেষ হওয়ার পর কলা বাগানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বান মন্ডলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪পুলিশ সদস্যও আহত হন। গুলিবিদ্ধ হাব্বানসহ আহত ৪পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক হাব্বানকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রিভলবার, ৫ রাউন্ড রিভলবারের তাজাগুলি, পিস্তলের ২টি গুলির খোসা উদ্ধার করে।