ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

১ ফেব্রুয়ারি ঢাকায় ব্যাংক বন্ধ

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ জানুয়ারি ২০২০

১ ফেব্রুয়ারি ঢাকায় ব্যাংক বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচন উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারি ঢাকায় ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের 'ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন' ও 'আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ' এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পৃথক দুটি সার্কুলার জারি করেছে। এসব নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি (শনিবার) সংশ্লিষ্ট এলাকায় সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তফসিলি ব্যাংকগুলো প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে কর্মকর্তা/কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।
×