স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনকে ‘নাটক’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত ছাত্র পরিবহন পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনের সামনে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিশৃঙ্খলা করে কর্মসূচী ভন্ডুল করার অভিযোগও উঠেছে।
জানা গেছে, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনার পরদিন রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত ছাত্র পরিবহন পরিষদ। মানববন্ধন চলাকালে ডাকসু ভিপি নুরুল হক নুর তার ৫০-৬০ জন নেতাকর্মী নিয়ে মানববন্ধনের সামনে দাড়িয়ে আলাদা কর্মসূচী শুরু করেন। পরে সম্মিলিত ছাত্র পরিবহন পরিষদের নেতারা ডাকসু ভিপি নুরুল হক নুরকে প্রশ্ন করেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়র ৪৩ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের পূর্বঘোষিত মানববন্ধনে এভাবে আপনারা এসে ভন্ডুল করে দেওয়ার যুক্তিকতা কি? এসময় ভিপি নুরুল হক নুর বলেন, তোমরা এখানে নাটক করতে এসেছো।
ভিপি নুরুল হক নুরের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন ভিপি নুর। অনেকেই নিজেদের অসহায়ত্বের কথা উল্লেখ করে ফেসবুকে লিখেন ‘নুরুল হক নুর ভিপি হওয়ার আগের দিনগুলোর কথা ভুলে গেছেন। সাধারন শিক্ষার্থীদের প্রতিবাদ, আবেগ তার কাছে আজ ‘নাটক’ মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ছাত্র পরিবহন পরিষদের সংগঠক জোনায়েদ রহমান সেতু গনমাধ্যমে বলেন, ভাবতে অবাক লাগছে একজন ডাকসু ভিপি কিভাবে এমন আচরন করতে পারলেন? ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে যখন সারাদেশের মানুষ প্রতিবাদমুখর তখন ডাকসু ভিপি নুরুল হক নুর এমন প্রতিবাদকে ‘নাটক’ বলে বিদ্রুপ করার সাহস দেখালেন কিভাবে?