স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শন পূর্বক বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’-এর খেলা আগামী ১৭ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হবে। এ উপলক্ষে গঠিত অর্গানাইজিং কমিটির সভা মঙ্গলবার বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সদস্য ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। সভায় ৬টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : দেশের সব জেলায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ’-এর খেলা অনুষ্ঠিত হবে, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ’-এর খেলার বাইলজ ও ফিক্শ্চার সভা কর্তৃক অনুমোদিত, আগামী ১২ জানুয়ারি দেশের ৬৪ জেলায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-এর র রালি আয়োজিত হবে, প্রতি সপ্তাহে দুটি করে খেলা হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বাফুফে কর্তৃক প্রতিটি দলকে সরবরাহকৃত দুই সেট জার্সির (লাল ও সবুজ) মধ্যে লাল জার্সি হোম এবং সবুজ জার্সি এ্যাওয়ে ম্যাচে পরিধান করতে হবে।