স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড ও নবীগঞ্জ এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মামুন(৩২), মোঃ দেলোয়ার(৪০) ও সায়মন(২১)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে রবিবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতরা রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায় করে আসছে। পরিবহন চাঁদাবাজরা ভয়ভীতি দেখিয়ে রাস্তার ওপর প্রতিটি গাড়ি থামিয়ে ১০০ টাকা থেকে ২০০ টাকা টাকা করে চাঁদা আদায় করে আসছে। র্যাব আরো জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি রোধকল্পে গত বছরের জুন হতে বর্তমান সময় পর্যন্ত র্যাবের অভিযানে মোট ৩৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।