অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর সামরিক সচিব সদ্য প্রায়ত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মরদেহ দেখতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে মরহুমের পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান এবং তাদেরকে সান্ত্বনা দেন। এ সময় সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়নুল আবেদিন মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রাপ্ত হন। তিনি ১৯৮০ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।