নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রে অধিগ্রহনকৃত ৪৯ একর জমির টাকা উত্তোলন করতে না পেরে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য। আজ শনিবার বেলা ১১টায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র সংলগ্ন বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী, আব্দুল হালিম তালুকদার, অলিউর রহমান নিপুন, তাসলিমা বেগম। বক্তারা জানান, মধুপাড়া মৌজার জেএল ১২ নম্বর খতিয়ানের ১৮৪, ১৮৫ ও ১৮৮ খতিয়ানের প্রায় ৪৯ একর জমির অধিগ্রহনকৃত টাকা তাঁরা উত্তোলন করতে পারছেন না। তাঁরা পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় ২০১৪ সাল থেকে ধর্ণা দিচ্ছেন। এজন্য তারা একটি জালিয়াত চক্রকে দায়ী করেন। স্থানীয় খোকন, নান্টু খান, বিজেন বেপারীসহ এ চক্রকে দায়ী করেছেন। এ তিনটি খতিয়ানের ২৫টি পরিবারের শতাধিক সদস্য এ মানববন্ধনে অংশ নেন। তারা জানান ভুয়া অভিযোগ, ভুয়া ওয়ারিশ দাবি করে তাঁদের এখন সর্বশান্ত করার চক্রান্ত চলছে। এসব পরিবারের সদস্যরা এখন মানবেতর জীবন-যাপন করছেন।