ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

সিপিবির সমাবেশে অপশক্তি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৭:৩৪, ২২ নভেম্বর ২০১৯

 সিপিবির সমাবেশে অপশক্তি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ দেশ বিরোধী যে কোনো অপশক্তি আর ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যেগে পদযাত্রা ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ইসলামীয়া সুপার মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দিতে দলটির জেলা ও বিভিন্ন উপজেলা শাখার শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড লাল পতাকার মিছিল সহকারে এসে জড়ো হয়। জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, জেলা কৃষক সমিতির সভাপতি ডাঃ এনামুল হক ইদ্রিস, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আঃ রহমান রুমী, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান প্রমুখ। বক্তারা লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ব হয়ে শোষণ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশের আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ব্যানার-ফেস্টুন নিয়ে লাল পতাকার বিশাল একটি পদযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জনগণকে দ্বি-দলীয় দুঃশাসনের বিরুদ্ধে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানানো হয়।
×