ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৯:৫৯, ১৫ নভেম্বর ২০১৯

উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুক্রবার দিনব্যাপী আয়োজিত উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা সিটি কর্পোরেশন ৬ স্বর্ণ ও ২ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। মার্শাল শাহজাদা কারাতে একাডেমি, গাজীপুর ৪ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৫ তাম্রপদক পেয়ে রানার্সআপ হয়। কুমিল্লা ড্রাগন কারাতে এ্যাসোসিয়েশন ৩ স্বর্ণ ও ২ রৌপ্য নিয়ে অধিকার করে তৃতীয় স্থান। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মাসুদ করিম। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, টুর্নাামেন্ট কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রাহমান। বিকেলে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাদ।
×