ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ফটিকছড়ি ও হাটহাজারীতে ১৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৪, ৫ নভেম্বর ২০১৯

ফটিকছড়ি ও হাটহাজারীতে ১৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি ॥ চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি ও হাটহাজারীতে সোমবার রাত পর্যন্ত পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। ধৃত ডাকাতদের মধ্যে ফটিকছড়ি থেকে ৯ জন এবং হাটহাজারী থেকে ৬ জন । ফটিকছড়িতে গ্রেফতারকৃত ডাকাতরা হলো উত্তর ধুরুং খতিজার বাপের বাড়ীর মৃত আবুল হোসেন চৌকিদারের পুত্র মোঃ ওসমান (৩৫), পূর্ব মন্দাকিনি সফি বাবুর্চি বাড়ীর মোঃ আমির হোসেনেরর পুত্র মোঃ সুমন (৩২) দৌলতপুর সালেহ আহাম্মদ ড্রাইভার বাড়ীর মৃত কবির আহাম্মদের পুত্র মোঃ মঞ্জুর আলম মুঞ্জু (৩২) পূর্ব ধলই গার্জিয়ান পাড়া কালা মিয়া টেন্ডল বাড়ীর মোঃ বশরের পুত্র মোঃ রুবেল (২৬) ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ ইয়াছিন সেরাং বাড়ী বর্তমানে পূর্ব ধলই আনোয়ার সওদাগর কলোনীর ইয়াছিন সারাং এর পুত্র মোঃ নুর নবী প্রকাশ নবী (৩৫) ফকিরহাট আজিজ সওদাগর বাড়ীর নুরুল ইসলামের পুত্র মোঃ সুমন প্রকাশ সোহেল (২৯) দক্ষিণ ধুরুং বেলায়েত আলী সওদাগর বাড়ীর মৃত নুর আহাম্মদের পুত্র আলমগীর (৩০) সায়েরা পাড়া নাহিদ মোহাম্মদ চৌধুরী বাড়ীর মৃত ইলিয়াছ প্রকাশ মনার পুত্র মোঃ রহিম (৩০) উত্তর রাঙ্গামাটিয়ার মৃত আবুল কালামের পুত্র মোঃ আলমগীর (৫৫)। অপরদিকে, হাটহাজারীতে ধৃত ৬ ডাকাতের মধ্যে রয়েছে- ফটিকছড়ি উপজেলার জাহাঙ্গীর আলম(৪০), মো, শাহাব উদ্দিন ওরফে উজ্জ্বল(৩০) আলাউদ্দিন ওরফে আলমগীর(৩৫), মোঃ মানিক(২৮), কক্সবাজার জেলার মোঃ জাফর আলম(৩৫) ও টিটু ধর(৪০)। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা লুন্ঠিত সাড়ে ৩ ভরি স্বর্ণ, মোবাইল, ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, লোহার তৈরি কাটার, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করা হয়।
×