ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:২৬, ২ নভেম্বর ২০১৯

নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ জেএসসি পরীক্ষার্থী ময়না দেবনাথের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওকছেদ আলীর (ঠাকুর মেম্বার) ইটভাটি সংলগ্ন একটি ডোবার পানিতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই স্কুল ছাত্রী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুগিপাড়া গ্রামের আবুল দেবনাথের মেয়ে ও গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেনীর ছাত্রী ছিল। আজ শনিবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ওই ছাত্রীর। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার আগে মেয়েটি বাড়ির পালিত হাঁসগুলো ডোবা থেকে পিটিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর বাড়ির টিউবয়েলপাড়ে হাত মুখ ধুইতে গিয়ে নিখোঁজ হয়।রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে পায়নি। সকালে ইটভাটির শ্রমিকরা কাজে এলে তারা দেখতে পায় মেয়েটির মরদেহ ডোবার পানিতে পড়ে রয়েছে।প্রাথমিকভাবে মেয়েটির গলায় হাত দিয়ে চেয়ে ধরার মতো রক্তজমাটের দাগ রয়েছে বলে পুলিশ জানায়। সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান মরদেহ উদ্ধার করে জেলার মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×