ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে সমাবেশ সহকারী শিক্ষকদের

প্রকাশিত: ০৩:৩৪, ২৩ অক্টোবর ২০১৯

১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে সমাবেশ সহকারী শিক্ষকদের

অনলাইন ডেস্ক ॥ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে দেওয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। আজ বুধবার সমাবেশে এ দাবি জানান সংগঠনের সভাপতি শাহিনুর আল আমিন। সমাবেশে শাহিনুর আল আমিন বলেন, ‘সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে দীর্ঘ পাঁচ বছর যাবত আন্দোলন করে আসছেন। এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, এটা সহকারী শিক্ষকদের কাম্য নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এই ১২তম বেতন গ্রেডকে প্রত্যাখ্যান করছি। আমরা চাই বেতন বৈষম্য দূর করে আমাদেরকে ১১তম গ্রেডে উন্নীত করা হোক।’ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে ২৬ ডিসেম্বর মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সমাবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার, আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
×