নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডে-নাইট এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ওই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বিআরটিসি’র এ এসি বাসটি শেরপুর-ঢাকা ভায়া ময়মনসিংহ সড়কে চলাচল করবে। এতে শেরপুরের সকল শ্রেণি-পেশার যাত্রীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। তিনি বাস সার্ভিস পরিচালনাকারী কর্তৃপক্ষকে মানসম্পন্ন যাত্রী সেবা দিতে সচেষ্ট থাকার আহবান জানান।
বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক লায়েসুর রহমান দারা, বিআরটিসি বাস সার্ভিসের পরিচালনাকারী মিজানুর রহমান রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাস সার্ভিসের পরিচালনাকারী মিজানুর রহমান রাজা জানান, ভলভো সার্ভিসের শীতাতপ নিয়ন্ত্রিত এ বিআরটিসি বাসটিতে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা রয়েছে। বাসটি আজ রাত থেকেই শহরের খরমপুর এলাকা থেকে প্রতিদিন রাত সাড়ে ১২টায় ঢাকার মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর মতিঝিলের বিআরটিএ ভবন এলাকা থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বাসটির জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪শ টাকা।