ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

শেরপুর সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ অক্টোবর ২০১৯

শেরপুর সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ধানের শীষ প্রতীকে ৫১ হাজার ২১৭ ভোট পেয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তার অফিস কক্ষে ওই ফলাফল ঘোষণা করেন। চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল (মোটর সাইকেল) ১৬ হাজার ১০৩ ভোট, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন (লাঙল) ৭ হাজার ১৫৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান (আনারস) ৬ হাজার ৬৩০ ভোট পেয়েছেন। এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আশরাফুল আলম মিজান (তালা) ৫৫ হাজার ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারুল ইসলাম (চশমা) প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট। এছাড়া আল হেলাল (টিউবওয়েল) ৩৩ হাজার ৮৪৭ ভোট, মোহাম্মদ মোছা মিঞা (মাইক) ১০ হাজার ৮৯২ ভোট ও জুলহাস উদ্দিন (উড়োজাহাজ) ১০ হাজার ৬০ ভোট পেয়েছেন। আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা জামান শাপলা (কলস) ১ লক্ষ ৬ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী ভাইস-চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা বেগম (হাঁস) প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট। উল্লেখ্য, এ উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬৭৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ৬০৫ জন। মোট ১৪০ ভোটকেন্দ্রের ভোটকক্ষ সংখ্যা ৯৫৩ টি।
×