ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

মহাকাশে হাঁটা প্রথম মানব মারা গেছেন

প্রকাশিত: ০৯:৫৮, ১১ অক্টোবর ২০১৯

মহাকাশে হাঁটা প্রথম মানব মারা গেছেন

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, ৫৪ বছর আগে মহাকাশে হাঁটা প্রথম মানব অ্যালেক্সেই লিওনভ মস্কোতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লিওনভ শুক্রবারে মারা গেছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি বিবৃতিটিতে। লিওনভ ১৯৬৫ সালের ১৮ মার্চ ভসখদ টু ক্যাপস্যুল থেকে বের হয়ে মহাকাশে হাঁটাহাঁটি করেন। দশ বছর পর মহাকাশে তার দ্বিতীয় সফরে তিনি সোভিয়েত হাফ অব দ্য অ্যাপোলো-সোয়ুজ ১৯ মিশনের নেতৃত্ব দেন। স্নায়ুযুদ্ধের চরম মুহূর্তে পরিচালিত সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মহাকাশ মিশন ছিল এটি। গত মে মাসে ৮৫ বছরে পদার্পণ করেন এই মহাকাশচারী। এই কিছুদিন আগে দুই রুশ ক্রু সদস্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তার প্রতি সম্মান ও অভিনন্দন জানান। রসকসমস জানিয়েছে, মস্কোর বাইরের একটি সামরিক স্মারক সমাধিক্ষেত্রে লিওনভের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
×